Sabuj Sathi Bicycle : পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে একাধিক জনপ্রিয় (Sabuj Sathi Bicycle) প্রকল্পের সূচনা হয়েছে। (Sabuj Sathi Cycle) প্রকল্প তার মধ্যে অন্যতম, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৫ সালে চালু করেন। মূলত স্কুল পড়ুয়াদের সুবিধার্থে বিনামূল্যে সাইকেল বিতরণের জন্যই এই প্রকল্প চালু হয়েছিল। তবে, (Sabuj Sathi Bicycle) এই প্রকল্প নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ একাধিকবার উঠেছে।
Read More : https://khojbangla.com/astrology-spritual/loknath-baba-quotes-ten-sentence-change-life/
🔸 দক্ষিণ দিনাজপুরে প্রকাশ্যে বিকোচ্ছে সবুজ সাথীর সাইকেল! (Sabuj Sathi Bicycle)
এবার একেবারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিজের জেলা দক্ষিণ দিনাজপুরের (BJP Bengal) গঙ্গারামপুরের শিববাড়ি হাটে (Sabuj Sathi Bicycle) প্রকাশ্যে বিক্রি হচ্ছে সরকারি সাইকেল। প্রত্যক্ষদর্শীদের মতে, দোকানদাররা (Sabuj Sathi Bicycle) খোলা বাজারে এসব সাইকেল বিক্রি করছেন, দরদাম চলছে প্রকাশ্যেই। চাহিদাও বেশ ভালো। জানা যাচ্ছে, প্রতিটি সাইকেল ১৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
🔸 (Bicycle Scam) প্রকল্পের গুণগত মান নিয়ে প্রশ্ন! (Sabuj Sathi Bicycle)
সরকার প্রদত্ত এই সাইকেল গুণগত মানের দিক থেকে প্রশ্নবিদ্ধ বলেই অভিযোগ স্থানীয়দের (Sabuj Sathi Bicycle)। অনেক পড়ুয়া এই সাইকেল ব্যবহার না করে ব্যক্তিগতভাবে অন্য সাইকেল ব্যবহার করছে, ফলে অভিভাবকরা (West Bengal Govt Scheme) সাইকেল বিক্রি করে দিচ্ছেন। বাজারে এগুলির ক্রেতা থাকায় সাইকেলগুলি হাত ঘুরে দোকানে (Sabuj Sathi Bicycle) ও পরে হাটে চলে আসছে।
Read More : https://khojbangla.com/state/panchadeep-minar-taller-than-qutub-minar/
🔸 (Trinamool Congress) সরকারের প্রকল্প কি ব্যর্থ? (Sabuj Sathi Bicycle)
প্রশ্ন উঠছে, তৃণমূল সরকারের এই (Mamata Banerjee Scheme) প্রকল্প কি সত্যিই সফল (Sabuj Sathi Bicycle)? নাকি এটি শুধুই দুর্নীতির আরেকটি উদাহরণ? সাইকেলের গুণমান খারাপ হওয়ায় পড়ুয়ারা সেগুলি ব্যবহার করতে চায় না, ফলে তারা বিক্রি করে দিচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
🔸 উপসংহার: (Sabuj Sathi Bicycle)
সবুজ সাথীর সাইকেল বিতরণ প্রকল্প শিক্ষা খাতে সরকারের অন্যতম উদ্যোগ হলেও (Sabuj Sathi Bicycle), সাম্প্রতিক দুর্নীতি ও অনিয়ম প্রকল্পটির বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। গঙ্গারামপুরের খোলা বাজারে এসব সাইকেল প্রকাশ্যে বিক্রি হওয়ায় সরকার কি কোনো ব্যবস্থা নেবে? নাকি এভাবেই চলতে থাকবে (Bicycle Scam)?