Blog Post

indian-universities-world-ranking

Indian universities world ranking : বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ভারতের ৯টি শিক্ষা প্রতিষ্ঠান, কাদের নাম উঠে এল তালিকায়?

Indian universities world ranking : বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিল ভারতের ৯টি শিক্ষা প্রতিষ্ঠান (QS ranking India)। বুধবার প্রকাশিত কিউএস র‍্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের সেরা ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে জায়গা পেয়েছে ভারতের বেশ কয়েকটি নামী প্রতিষ্ঠান, যা দেশের জন্য অত্যন্ত গর্বের।

শীর্ষ তালিকায় রয়েছে ধানবাদের ইন্ডিয়ান স্কুল অফ মাইনস, যা মিনারেল ইঞ্জিনিয়ারিং ও মাইনিং বিষয়ে বিশ্বে ২০তম স্থানে রয়েছে। এছাড়া আইআইটি বম্বে এবং আইআইটি খড়গপুর যথাক্রমে ২৮ ও ৪৫ নম্বরে স্থান পেয়েছে (IIT world ranking)। ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে আইআইটি দিল্লি ও আইআইটি বম্বে রয়েছে ২৬ ও ২৮ নম্বরে, যদিও গত বছরের তুলনায় তাদের র‍্যাঙ্কিং কিছুটা কমেছে। বিজনেস ও ম্যানেজমেন্ট স্টাডিজে আইআইএম আহমেদাবাদ ২৭ নম্বরে ও আইআইএম বেঙ্গালুরু ৪০ নম্বরে রয়েছে।

ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) প্রথম ৫০-এর মধ্যে স্থান পেয়েছে। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে আইআইটি মাদ্রাজ সেরা ৫০-এ জায়গা করেছে। আর্টস ও হিউম্যানিটিজ বিষয়ে পড়াশোনার নিরিখে দিল্লি বিশ্ববিদ্যালয় ১৬০তম স্থানে রয়েছে। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় ৪০১-৫০০ র‍্যাঙ্কিংয়ের মধ্যে স্থান পেয়েছে (top institutes India)।

তবে এই তালিকায় আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলিই শীর্ষ স্থান দখল করেছে। হার্ভার্ড, ম্যাসাচুসেটসসহ বিভিন্ন প্রতিষ্ঠান ৫৫টি বিষয়ের মধ্যে ৩২টি শীর্ষ স্থান অধিকার করেছে। অন্যদিকে, ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি মোট ৫৩৩ বার তালিকায় স্থান পেয়েছে, যা দেশীয় উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *