Barrackpore Metro Extension : কলকাতা ও সংলগ্ন শহরতলির বাসিন্দাদের জন্য মেট্রো পরিবহণ দীর্ঘদিন ধরেই সুবিধাজনক বিকল্প (Barrackpore Metro Extension)। এবার সেই সুবিধা পৌঁছতে চলেছে ব্যারাকপুরেও! বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত (Kolkata Metro Expansion) মেট্রো সম্প্রসারণ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তর ২৪ পরগনার হাজার হাজার মানুষ সহজে (Barrackpore Metro Extension) এবং কম সময়ে কলকাতা শহরে যাতায়াত করতে পারবেন।
🔸 ব্যারাকপুর মেট্রো সম্প্রসারণের বর্তমান অগ্রগতি (Barrackpore Metro Extension)
সূত্রের খবর, বরানগর থেকে ডানলপ পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবার (BT Road Metro) রুট ধরে ব্যারাকপুরের চিড়িয়া মোড় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। (Barrackpore Metro Extension)
🔸 নতুন মেট্রো স্টেশন ও রুট পরিকল্পনা (Barrackpore Metro Extension)
এই নতুন মেট্রো রুটে মোট ১০টি নতুন স্টেশন যুক্ত হবে—
👉 বরানগর
👉 ডানলপ
👉 কামারহাটি
👉 আগরপাড়া
👉 সোদপুর
👉 পানিহাটি
👉 সুভাষনগর
👉 খড়দহ
👉 টাটাগেট
👉 টিটাগর, তালপুকুর ও ব্যারাকপুর
🔸 প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা (Barrackpore Metro Extension)
এর আগেও ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি (Barrackpore Metro Extension)। (Metro Line Development) কাজ থমকে যায় মূলত বিটি রোডের নিচ দিয়ে থাকা ছয়টি প্রধান পাইপলাইনের কারণে, যা কলকাতার বিভিন্ন অঞ্চলে পানীয় জল সরবরাহ করে। তবে এবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন ক্ষতিগ্রস্ত না করেই নির্মাণকাজ করা হবে (Barrackpore Metro Extension)।
🔸 কত টাকা খরচ হবে এই প্রকল্পে? (Barrackpore Metro Extension)
বর্তমানে প্রকল্পের আনুমানিক খরচ নির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি। তবে বিশেষজ্ঞদের অনুমান, এই মেট্রো সম্প্রসারণে হাজার কোটির বেশি টাকা ব্যয় হতে পারে(Barrackpore Metro Extension)।
যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই (Metro Connectivity Bengal) বাস্তবে পরিণত হবে ব্যারাকপুরের মেট্রো পরিষেবা। এতে উত্তর ২৪ পরগনার বাসিন্দারা (Barrackpore Metro Extension) আরও দ্রুত ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন। ব্যারাকপুরবাসীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তাদের শহরেও মেট্রোর প্রথম যাত্রা শুরু হবে!