Best Air Coolers : কম খরচে এসির ঠান্ডা, জেনে নিন সেরা ৫টি এয়ার কুলারের তালিকা

best-air-coolers-for-summer-top-5-coolers

Best Air Coolers : গরমের দাপট বাড়তেই (Best Air Coolers) নিয়ে আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের। এসির অত্যাধিক দাম ও বিদ্যুৎ খরচের কারণে অনেকেই বিকল্প খুঁজছেন, যেখানে কুলার হতে পারে সেরা সমাধান। কম দামে কার্যকরী ঠান্ডা পরিবেশ পেতে চাইলে এই ৫টি দুর্দান্ত কুলার আপনার ঘরের জন্য একেবারে পারফেক্ট হতে পারে। মাত্র ৫০০০ টাকার মধ্যে পাওয়া এই কুলারগুলি যেমন কার্যকরী, তেমনই কম বিদ্যুৎ খরচে আরামদায়ক ঠান্ডা পরিবেশ তৈরি করতে সক্ষম।

তালিকার প্রথমেই রয়েছে Bajaj PCF 25 DLX Personal Air Cooler, যা ছোট ঘর বা অফিসের জন্য আদর্শ। এর জল ধারণক্ষমতা ২৪ লিটার এবং এটি ফ্লিপকার্টে মাত্র ৪,৯৮৯ টাকায় পাওয়া যাচ্ছে। কম বিদ্যুৎ খরচে দুর্দান্ত ঠান্ডার অনুভূতি দেবে এই কুলারটি।

এরপর রয়েছে Symphony Ice Cube 27 Personal Air Cooler, যার ধারণক্ষমতা সর্বাধিক ২৭ লিটার। এই কুলারটি মাঝারি আকারের ঘরের জন্য একেবারে উপযুক্ত। দাম মাত্র ৫,৪৯৯ টাকা এবং এটি সহজেই অ্যামাজন থেকে কেনা সম্ভব।

তৃতীয়তে রয়েছে Crompton Ginie Neo Personal Air Cooler, যার জল ধারণক্ষমতা ১০ লিটার। এতে রয়েছে হাই স্পিড ব্লোয়ার এবং (Anti-Bacterial Tank), যা কুলারটিকে অন্যান্য কুলারের থেকে আলাদা করে। ছোট ঘর ও অফিসের জন্য আদর্শ এই কুলারটির দাম মাত্র ৩,৮৪০ টাকা।

চতুর্থ নাম Hindware Snowcrest 19L Personal Air Cooler, যা ১৯ লিটার ধারণক্ষমতা সম্পন্ন। মাত্র ৪,৯৯৯ টাকা মূল্যে ফ্লিপকার্টে উপলব্ধ এই কুলারটির শক্তিশালী বায়ু প্রবাহ নিমেষে ঘর ঠান্ডা করতে সক্ষম।

সবশেষে রয়েছে Orient Electric Smartcool DX CP1601H Personal Air Cooler, যা ১৬ লিটার ধারণক্ষমতা সম্পন্ন এবং এতে (Dust Filter) ও (Auto Fill) ফিচার রয়েছে। এই কুলারটি মাত্র ৪,৬০০ টাকায় ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।

কম খরচে এসির মতো ঠান্ডা পরিবেশ পেতে চাইলে এই ৫টি দুর্দান্ত কুলারের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন। এসির তুলনায় বিদ্যুৎ খরচ অনেকটাই কম এবং সহজলভ্য এই কুলারগুলি এই গরমের দিনে আপনার সেরা সঙ্গী হতে পারে!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *