Site icon Khoj Bangla

Air Conditioner Maintenance : বন্ধ এসি চালানোর আগে এই গুরুত্বপূর্ণ ধাপগুলি মেনে চলেছেন তো?

air-conditioner-maintenance-before-useful-tips

Air Conditioner Maintenance : গরমের দাপট বাড়তেই বহু ঘরেই আবার চালু হতে শুরু করেছে (Air Conditioner)। শীতের কারণে দীর্ঘদিন এসি বন্ধ পড়ে ছিল, কিন্তু এখন আর সেটি ছাড়া চলে না। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী, তাই এসি ছাড়া থাকতে পারছেন না অনেকেই। কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার পর হঠাৎ এসি চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে।

দীর্ঘদিন ব্যবহৃত না হলে এসির অভ্যন্তরে ধুলোময়লা জমে যেতে পারে, যার ফলে তা সঠিকভাবে কাজ নাও করতে পারে। অনেক সময় গ্যাস লিকের সমস্যা দেখা দিতে পারে, আবার কোনও গুরুত্বপূর্ণ তার আলগা হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এর ফলে এসির কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে এবং অপ্রত্যাশিত দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

এসি চালানোর আগে প্রথমেই পরিষ্কার করতে হবে এর (AC Filter)। বেশিরভাগ ক্ষেত্রেই এসির ফিল্টারে প্রচুর ধুলো জমে যায়, যার ফলে বাতাসের প্রবাহ ব্যাহত হয় এবং ঠান্ডা হওয়ার ক্ষমতা কমে যায়। এসির অভ্যন্তরের ফিল্টার সহজেই সাবান জল দিয়ে পরিষ্কার করা যায়, তবে অত্যধিক নোংরা হলে পরিবর্তন করাই ভালো।

শুধু ভিতরের অংশই নয়, এসির বাইরের ইউনিটও পরিষ্কার করা জরুরি। কম্প্রেসারে (AC Compressor) ধুলো জমলে এসির কুলিং ক্ষমতা কমে যেতে পারে, তাই এটি ভালোভাবে মুছে নিতে হবে। বিশেষ করে এসির জল বেরোনোর পাইপও ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ ময়লা জমে থাকলে জলের প্রবাহ বাধাপ্রাপ্ত হতে পারে।

এসির কার্যক্ষমতা ঠিক রাখতে প্রতি বছর অন্তত একবার (AC Servicing) করানো উচিত। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সার্ভিসিং করলে এসির স্থায়িত্ব বেড়ে যায় এবং বিদ্যুৎ খরচও কম হয়। তাই গরম পড়তেই এসি চালানোর আগে ভালোভাবে পরীক্ষা করে নিন এবং প্রয়োজন হলে সার্ভিসিং করিয়ে নিন।

সঠিক যত্ন নিলে এসি দীর্ঘদিন ভালোভাবে চলবে এবং ঠান্ডার কার্যকারিতা অক্ষুণ্ণ থাকবে। তাই এবার থেকে এসি চালানোর আগে এই গুরুত্বপূর্ণ ধাপগুলি মেনে চলুন এবং নিশ্চিন্তে গরমের হাত থেকে মুক্তি পান!

FacebookWhatsAppLinkedInGmailXShare
Exit mobile version