AC Temperature : গরম বাড়ার সঙ্গে সঙ্গে (AC Temperature) নিয়ে মানুষের চিন্তাও বাড়ছে। এসি চালানোর ফলে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই ইচ্ছা থাকলেও এটি দীর্ঘ সময় ধরে চালাতে পারেন না। কিন্তু যদি সঠিক তাপমাত্রায় এসি চালানো যায়, তবে বিদ্যুৎ বিলের খরচ অনেকটাই কমানো সম্ভব।
অনেকেই এসির তাপমাত্রা কমিয়ে ১৬-১৮ ডিগ্রিতে সেট করেন, যা বিদ্যুৎ খরচ বাড়িয়ে দেয়। (Energy Efficient AC) ব্যবহারের জন্য ব্যুরো অফ এনার্জি এফিয়েন্স জানাচ্ছে, এসির আদর্শ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় এসি চালালে বিদ্যুৎ বিল কম থাকবে এবং এসির কার্যক্ষমতাও ঠিক থাকবে।
গবেষণায় দেখা গেছে, এসির তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে এক ডিগ্রি কমালেই বিদ্যুৎ খরচ ৭ থেকে ১০ শতাংশ বেড়ে যায়। ফলে যারা ১৬-১৮ ডিগ্রি সেলসিয়াসে এসি চালান, তাদের বিল অনেকটাই বেশি আসে। অথচ ২৪ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রায় সেট করলে একইভাবে ঠান্ডা অনুভূতি পাওয়া যাবে, তবে বিদ্যুৎ খরচ অনেকটাই কম হবে।
বিদ্যুৎ বিল কমাতে আরও কিছু উপায় রয়েছে, যেমন (Power Saving AC Temperature) সেটিংস ব্যবহার করা, নিয়মিত এসি ফিল্টার পরিষ্কার রাখা, দরজা-জানালা বন্ধ রেখে এসি চালানো ইত্যাদি।
সুতরাং, যদি গরমে এসি চালিয়ে বিদ্যুৎ খরচ কমাতে চান, তবে ভুল তাপমাত্রায় সেট না করে ২৪ ডিগ্রি বা তার ঊর্ধ্বে রাখুন। এতে আপনার বিল কমবে, এসির আয়ুও বাড়বে, এবং আপনি আরামদায়ক ঠান্ডা পরিবেশ উপভোগ করতে পারবেন!